ইপেপার । আজ শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

দামুড়হুদা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রী দুই বোন ২৮ দিন পর ঢাকা থেকে উদ্ধার ॥ দেহব্যাবসা করানোর অভিযোগে মহিলা সহ আটক-৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
  • / ৪০৮ বার পড়া হয়েছে

DSC00370

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হটাৎ পাড়া থেকে কিশোরী মাদ্রাসা ছাত্রী রেখা আক্তার (১৪) ও দোলন আক্তার (১৫) নামে  নিখোজ মামাতো ফুফাত দুই বোন ২৮দিন পর ঢাকা সাভার থেকে উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। এসময় কুক্ষাত মাদক ব্যাবসায়ী ৫টি মাদক  মামলার আসামী লাবনী  ওরফে আয়সা ওরয়ে আলেয়া (৪৫)নামের এক মহিলাকে  আটককরা হয়। এদেরকে সাভারে আটক রেখে দেহ ব্যাবসা করানো হয়েছে বলে তারা জানায়। মঙ্গলবার বিকালে এর সাথে জড়িত দামুড়হুদার দর্শনা থেকে রানা (৩০) ও মামুন (২৮)  নামের দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,জেলার দামুড়হুদার দর্শনা আজমপুরের ভাড়াটিয়া আশরাফ আলীরে ছেলে রানা (৩২) ও হঠাৎ পাড়ার আমির হোসেনের ছেলে মামুন (২০)  রেখা ও দোলনের সাথে প্রেমের সম্পর্ক গরে তোলে। এর এক পর্যায়ে ২৭ জুলায় রাত ৮টার দিকে দু’জনকে ফুসলিয়ে বাড়ী থেকে বের করে ঢাকা সাভারে দর্শনা মোবারক পাড়ার লিটনের স্ত্রী ৫টি মাদক মামলার আসামী লাবনী  ওরফে আয়সা ওরফে আলেয়ার কাছে আটকে রাখে। পরে আয়সা তাদেরকে দিয়ে জোর করে দেহ ব্যাবসা করায়। এতে তারা রাজী না হলে তাদেরকে শারিরিক নির্যাতন করা হতো।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মোবাইল ফোন ট্রাকিং করে এদের ঢাকা সাভারে অবস্থান নিশ্চিত করা হয়। পরে তার নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত আঃ খালেক সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে সোমবার রাত দেড়টার দিকে সাভারের  ওভার ব্রিজের সামনের এক বাসা থেকে রেখা আক্তার  ও দোলন আক্তারকে উদ্ধা করা হয় ও লাবনী  ওরফে আয়সা ওরয়ে আলেয়াকে আটক করা হয়।  রেখা ও দোলনের স্বীকারোক্তিতে মঙ্গলবার দুপুরে রানা ও মামুনকে গ্রেফতার করে পুলিশ। এর সাথে জড়িত আরো ৫জন মাদক ব্যাবসায়ীকে খুজছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রী দুই বোন ২৮ দিন পর ঢাকা থেকে উদ্ধার ॥ দেহব্যাবসা করানোর অভিযোগে মহিলা সহ আটক-৩

আপলোড টাইম : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬

DSC00370

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হটাৎ পাড়া থেকে কিশোরী মাদ্রাসা ছাত্রী রেখা আক্তার (১৪) ও দোলন আক্তার (১৫) নামে  নিখোজ মামাতো ফুফাত দুই বোন ২৮দিন পর ঢাকা সাভার থেকে উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। এসময় কুক্ষাত মাদক ব্যাবসায়ী ৫টি মাদক  মামলার আসামী লাবনী  ওরফে আয়সা ওরয়ে আলেয়া (৪৫)নামের এক মহিলাকে  আটককরা হয়। এদেরকে সাভারে আটক রেখে দেহ ব্যাবসা করানো হয়েছে বলে তারা জানায়। মঙ্গলবার বিকালে এর সাথে জড়িত দামুড়হুদার দর্শনা থেকে রানা (৩০) ও মামুন (২৮)  নামের দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,জেলার দামুড়হুদার দর্শনা আজমপুরের ভাড়াটিয়া আশরাফ আলীরে ছেলে রানা (৩২) ও হঠাৎ পাড়ার আমির হোসেনের ছেলে মামুন (২০)  রেখা ও দোলনের সাথে প্রেমের সম্পর্ক গরে তোলে। এর এক পর্যায়ে ২৭ জুলায় রাত ৮টার দিকে দু’জনকে ফুসলিয়ে বাড়ী থেকে বের করে ঢাকা সাভারে দর্শনা মোবারক পাড়ার লিটনের স্ত্রী ৫টি মাদক মামলার আসামী লাবনী  ওরফে আয়সা ওরফে আলেয়ার কাছে আটকে রাখে। পরে আয়সা তাদেরকে দিয়ে জোর করে দেহ ব্যাবসা করায়। এতে তারা রাজী না হলে তাদেরকে শারিরিক নির্যাতন করা হতো।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মোবাইল ফোন ট্রাকিং করে এদের ঢাকা সাভারে অবস্থান নিশ্চিত করা হয়। পরে তার নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত আঃ খালেক সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে সোমবার রাত দেড়টার দিকে সাভারের  ওভার ব্রিজের সামনের এক বাসা থেকে রেখা আক্তার  ও দোলন আক্তারকে উদ্ধা করা হয় ও লাবনী  ওরফে আয়সা ওরয়ে আলেয়াকে আটক করা হয়।  রেখা ও দোলনের স্বীকারোক্তিতে মঙ্গলবার দুপুরে রানা ও মামুনকে গ্রেফতার করে পুলিশ। এর সাথে জড়িত আরো ৫জন মাদক ব্যাবসায়ীকে খুজছে পুলিশ।