দামুড়হুদা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
- আপলোড টাইম : ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৩৮৬ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী জাকির হোসেনকে (৩০) ও লতা খাতুনকে (৪৫) ৫ পিচ ইয়াবাসহ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তাকে দামুড়হুদার আল্লার দান মিষ্টান্ন ভান্ডারের কারখানা থেকে লতাকে হেমায়েতপুর মোড় থেকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন দামুড়হুদা দশমীপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ও লতা চারুলিয়া গ্রামের মৃত লতিফ খার ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তার নেতৃত্বে এসআই মিল্টন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের চৌরাস্তা মোড় সংলগ্ন আল্লার দান মিষ্টান্ন ভান্ডারের কারখানা থেকে মাদকব্যবসায়ী জাকির হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই দিন দুপুর ২টার দিকে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শেখ রাজিব আল রশিদ ও এএসআই সামসু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার হেমায়েতপুর মোড় থেকে লতাকে ৫ পিচ ইয়াবাসহ আটক করেছে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় পৃথক পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।