কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামে যৌতুকের দাবীতে এক গৃহবধুকে স্বামী, শাশুড়ী, ননদ, ননদের স্বামী মিলে নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে চন্ডিপুর বাগান পাড়ার রফিকুলের ছেলে বিল¬াল বছর খানেক পুর্বে রাঙামাটিতে চুল কুড়াতে গিয়ে বিলাইছড়ির থানার গাছকাটাছড়ির আব্দুল গফুরের মেয়ে রুমিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নিয়ে আসে চন্ডিপুরে। বর্তমানে রুমি ৪মাসের অন্তঃসত্ত্বা। পরে যৌতুকের দাবীতে স্বামী বিল¬াল, শাশুড়ী জাহানারা, ননদ পাপিয়া ননদের স্বামী লাল্টু রুমির উপর অমানুষিক নির্যাতন শুরু করে। রুমির কেউ না থাকায় নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। বর্তমানে অন্তসত্তা রুমিকে বাড়ী ছাড়া করতে কৌশলে রুমির স্বামী বিল্ল¬ালকে অন্যত্র সরিয়ে দেয় বিল্লালের মা ও বোন। যাতে করে নির্যাতন সহ্য করতে না পেরে রুমি এমনিতেই বাড়ি ছেড়ে চলে যায়। রুমি জানান আমি অন্তঃসত্ত্বা বর্তমানে স্বামী ও বাড়ি ছাড়া, আবার নির্যাতন, আমার তো এখানে কেউ নেই। আমার মরা ছাড়া উপায় থাকবে না। আমি আমার সংসার চাই। না হলে এখানেই মরবো। রুমির অনাগত সন্তান ও রুমির অসহায়ত্বের কথা চিন্তা করে মানবাধিকার সংস্থাগুলোর আশু হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসীসহ সচেতনমহল।