
মিরাজুল ইসলাম মিরাজ: চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নাগদাহ অনির্বান সংঘ ২-১ গোলে জয়লাভ করেছে। বুধবার বিকালে দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠে নাগদাহ অনির্বান সংঘ বনাম চুয়াডাঙ্গা ইয়াংষ্টার ক্লাবের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাগদাহ অনির্বান সংঘের মাসুম ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হন। বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলার দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠে টুর্নামেন্টর কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা আলমডাঙ্গার নাগদাহ বনাম চুয়াডাঙ্গা ইয়াংষ্টার ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন প্রথমার্ধের খেলা গোল শুন্যে শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলার ১০মিনিটের মাথায় চুয়াডাঙ্গা ইয়াংষ্টার ক্লাবের জুয়েল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এর ৫মিনিটের মাথায় নাগদাহ অনির্বান সংঘের মাসুমের গোলে খেলায় ১-১ সমতা ফিরে আসে। এরপর উভয় দল গোল পেতে মরিয়া হয়ে উঠে দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের মাথায় নাগদাহ দলের মাসুম তার ব্যক্তিগত ও দলের পক্ষে ২য় গোল করে দলকে ২-১ গোলে জয় এনে দেয়। নাগদাহ অনির্বান সংঘের টিম পরিচালনায় ছিলেন, বিপুল জোয়ার্দ্দার ও বেল্টু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক দামুড়হুদা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, এম নুরুন্নবী, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা, যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, উপদেষ্টা দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও আব্দুস জব্বার। খেলা পরিচালনা করেন, সৈয়দ মাসুদুর রহমান, তিতুয়ার রহমান ও ইউসুফ আলী। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজল বিদ্যানিকেতনের পরিচালক হাফিজুর রহমান কাজল, শরীফ উদ্দীন, নওশাদ আলী, শহিদ আজম রহমান সদু, আমিনুল ইসলাম রশিদ, সন্টু, শওকত আলী। খেলার ধারাভাষ্যে ছিলেন,শামিম খান,জাফর ইকবাল । শুক্রবার দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় অংশ নেবে চুয়াডাঙ্গার হাজরাহাটি একাদশ বনাম চুয়াডাঙ্গার জাগ্রত সংঘ।