
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নাগদাহ অনির্বান একাদশ বনাম মেহেরপুর বাড়াদী একাদশের মধ্যেকার খেলায় নাগদাহ অনির্বান একাদশ ৬-০ গোলে জয়ী হয়। বৃহস্পতিবার বিকালে দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর আহবায়ক এম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আঃ খালেক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা দামুড়হুদা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শফিউল কবির ইউসুফ, সাবেক দামুড়হুদা ইউপি সদস্য আবুল হাসেম, যুবলীগ নেতা হযরত আলী ও জাকির হোসেন। খেলার ১৮ মিনিটের মাথায় নাগদাহ দলের মাসুম গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এর পর দ্বিতয়য়ার্ধের ১৫মিনিটের মাথায় মাসুম তার ২য় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয় খেলার ২৫মিনিটের মাথায় মাসুম ৩য় গোল করে হেট্রিক করেন। এর পর নাগদা দলের আলামিন, আসা ও সুমন ১টি করে গোল করে দলকে ৬-০ গোলে জয়ী করেন। নাগদাহ দল পরিচালনা করেন, বিপুল জোয়ার্দ্দার ও টিম ম্যানেজার ছিলেন আঃ লতিয়। খেলা পরিচালনা করেন, সৈয়দ মাসুদুর রহমান খোকন, তিতুয়ার রহমান খোকন ও ইউসুফ আলী। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন, হাফিজুর রহমান কাজল, শরিফ উদ্দীন, ছাইদুর রহমান সদু। আজ শুক্রবার দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে চুয়াডাঙ্গা জাগ্রত ক্লাব বনাম নিহালপুর একাদশ।