শিরোনাম:
দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৬:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ৩৪৩ বার পড়া হয়েছে
ফেনসিডিলসহ লক্ষাধিক টাকার সুখি বড়ি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরে চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও সুখি বড়ি উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়রামপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২শ’ টাকা।একইদিন বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের বাঁশবাগান থেকে ৩,৪০৫ পাতা সুখি বড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার ১৫০ টাকাউদ্ধারকৃত ৪৮ বোতল ফেন্সিডিল এবং ৩,৪০৫ পাতা সুখি বড়ির সর্বমোট মুল্য ১ লাখ ২১ হাজার ৩৫০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং সুখি বড়ি মাদকদ্রব্য/কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
ট্যাগ :