দামুড়হুদা ও জীবননগরের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির অভিযান
- আপলোড টাইম : ০৯:২৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
- / ৪১৬ বার পড়া হয়েছে
প্রায় ৮ লাখ টাকা মূল্যর বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, থ্রিপিচ, পাঞ্জাবী, কটি, শাখা, পাঞ্জাবীর বোতাম এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, প্রকার ঔষধ, ইমিটেশন আইটেম এবং ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়রামপুর পাঁকা রাস্তার উপর হতে ১টি ভারতীয় শাড়ী, ৫টি থ্রিপিচ, ৪টি পাঞ্জাবী, ২টি কটি, ২৫ জোড়া শাখা, ৪৮০টি পাঞ্জাবীর বোতাম এবং ৩৮টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার ৬শ’ টাকা।
এদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জীবননগর পাঁকা রাস্তার উপর হতে ৭০ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
অপরদিকে, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ১৬৪৪টি বিভিন্ন প্রকার ঔষধ, ৬৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী এবং ৩২ জোড়া ইমিটেশন আইটেম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫৬ হাজার ৫৪০ টাকা
উদ্ধারকৃত ১টি ভারতীয় শাড়ী, ৫টি থ্রিপিচ, ৪টি পাঞ্জাবী, ২টি কটি, ২৫ জোড়া শাখা, ৪৮০টি পাঞ্জাবীর বোতাম এবং ১০৫টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, ১৬৪৪টি বিভিন্ন প্রকার ঔষধ, ৩২ জোড়া ইমিটেশন আইটেম এবং ৭০ কেজি ভারতীয় কারেন্ট জাল’র সর্বমোট মুল্য ৭ লাখ ৯২ হাজার ২৪০ টাকা মাত্র। উদ্ধারকৃত মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।