দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের সিসি ক্যামেরা উদ্বোধন করলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা ভূমি অফিসে বসানো সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ওই সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে সকল অফিসেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। সিসি ক্যামেরা থাকলে একদিকে যেমন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া যায় অপর দিকে অফিসের সার্বিক কার্যক্রম মনিটরিং করাও সহজ হয়। ফলে সেবার মানও বৃদ্ধি পাবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার সুফি মো: রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।