দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন
- আপলোড টাইম : ০৪:১৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
- / ৩৪৪ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। এম নুরুন্নবী বিনা প্রতিদ্ব›দ্বীতায় তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার জানান, ৮টি নির্বাহী সদস্য পদের বিপরীতে ১০টি মনোনয়ন পত্র জমা পড়ে। এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় অন্য পদে কোন প্রতিদ্ব›দ্বীতা না থাকায় পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি পদে সিরাজুল আলম ঝন্টু ও আমজাদ হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় এম নুরুন্নবী ৩য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেলিম উদ্দীন বগা, যুগ্ম-সম্পাদক পদে হযরত আলী ও বখতিয়ার হোসেন বকুল এবং কোষাধ্যক্ষ পদে আবুল হাশেম নির্বাচিত হন। নির্বাহী সদস্যরা হলেন, শফিউল কবির ইউসুফ, হারুন আর রশিদ, সাইদুর রহমান সন্টু, মুনসুর আলী, নওশাদ আলী, শহিদ আজম সদু, শরিফ উদ্দীন, জহুরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন সুমাইয়া আক্তার। নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এলাকার ক্রীড়ামোদীসহ সচেতনমহল।