দামুড়হুদা উপজেলায় আট বীর শহিদের স্মরণে স্থানীয় শহিদ দিবসে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান

20160805_092809নিজস্ব প্রতিবেদক: ৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় আট বীর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থানীয় শহিদ দিবস পালিত হয়েছে। সূর্য ওঠার সাথে সাথে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রোদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে শহিদ বেদীতে ফুল দেওয়ার পর পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দামুড়হুদা জগন্নাথপুর আটকবর চত্ত্বরে শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।