প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুর রহমান মুকুল। উপজেলা প্রাথমিক শিক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখার জন্য দামুড়হুদা উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হন তিনি। জাহিদুর রহমান মুকুল দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মফিজুর রহমানের ছেলে। তিনি বর্তমানে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক জনবানীর দামুড়হুদা উপজেলা প্রতিনিধি এবং কার্পাসডাঙ্গা ফাজিল (বিএ) মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।