দামুড়হুদা উপজেলার নতুনগ্রাম ও কুড়–লগাছী মধ্যে চলাচলকারী সড়কের গবরা ব্রীজ ধ্বসে আশংকা

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী ইউনিয়নের নতুন গ্রাম ও কুড়–লগাছী মধ্যে চলাচলকারী সড়কের গবরা ব্রীজ ধসে চলাচল বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে। গত কয়েকদিনের বর্ষনে পানি স্রোতে ব্রীজটির পাশের মাটি সরে গিয়েছে। ফলে ব্রীজটি ধসে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। অতিদ্রুত ব্রীজটির পাশে মাটি দেওয়া না হলে ব্রীজসহ সড়কটি ধসে গিয়ে নতুন গ্রাম,বইচেতলা ও কুড়–লগাছী গ্রামের মুনুষের চলাচলের একমাত্র সড়কটি বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।