প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় তিনি দামুড়হুদা ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে সাধারণ গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হযরত আলী বলেন, ‘আগামী ইউপি নির্বাচনে দামুড়হুদা সদর ইউনিয়নে আমি আপনাদের ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হবো। আমি এই ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগি হতে এবং দামুড়হুদা ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চেয়ারম্যান পদে লড়ব, ইনশা-আল্লাহ।’ উপজেলা যুবলীগ নেতা হযরত আলী ইউপি চেয়ারম্যান পদে ভোট করবেন এমন খবরে দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িড়ে পড়ে। মতবিনিময় সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোম আজকের পত্রিকা শেষের পাতা দামুড়হুদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন যুবলীগ নেতা হযরত আলী