দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩টি ডাকাতি মামলার আসামী সাইফুল ইসলামকে (২৮) দামুড়হুদা মডেল থানা পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। ওসি আকরাম হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উত্তম শুক্রবার রাতে অভিযান চালিয়ে একে আটক করা হয়। সে উপজেলার সুবলপুর গ্রামের আজগার আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, উপজেলার দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালি ব্রিজের নিকট পূর্বাশা পরিবহনে ডাকাতি, রঘুনাথপুরে রাস্তায় গাছ ফেরে ডাকাতিসহ ৩টি ডাকাতির সাথে জড়িত সন্দেহে একই উপজেলার সুবলপুর গ্রামের আজগার আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)। গতকাল শনিবার সাইফুলকে সংশ্লিষ্ঠ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। ওসি আকরাম হোসেন আরও জানান, গ্রেফতারকৃত ডাকাত সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।