চুয়াডাঙ্গা রবিবার , ২৪ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ রুমঃ
জুলাই ২৪, ২০২২ ৭:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বারিক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত জয়রামপুর বারুইপাড়ার আকমান আলীর ছেলে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জয়রামপুর চায়ের দোকান নামক বাজারে বারিক ইলেকট্রনিক্সএর দোকান থেকে তাঁকে আটক করা হয়।

জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবাইদুর রহমান ফোর্স নিয়ে জয়রামপুর চায়ের দোকান নামক বাজারে বারিক ইলেকট্রনিক্সএর দোকানের মধ্যে থেকে আকমান আলীর ছেলে বারিককে আটক করে। পরে তাঁর দোকান তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।