দামুড়হুদায় ১৪ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- আরামডাঙ্গা গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে আকিবুর বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মজিবরের ছেলে খোকন হোসেন (২৮)। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে আরামডাঙ্গা আসামিদের বাড়ি থেকে ফেনসিডিলসহ তাঁদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই রওশন আলী ফোর্স নিয়ে আরামডাঙ্গা গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে আকিবুর ও একই গ্রামের মজিবরের ছেলে খোকন হোসেনকে তাঁদের নিজ বাড়ি হতে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আজ তাঁদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।