দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম সকল ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্তরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এসব টিফিন বক্স তুলে দেওয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। উপজেলা পরিষদের আর্থিক সহায়তায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সত্ববধানে ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার ৫৬০ জন ছাত্র-ছাত্রীদের জন্য ৪ হাজার ৫৬০ টি টিফিন বক্স বিতরণ করা হয়। ছাত্র-ছাত্রীদের পক্ষে টিফিন বক্সগুলো প্রধান অতিথি এমপি আলী আজগার টগরের কাছ থেকে গ্রহণ করেন নির্বাচিত ৫০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এসময় সংসদ সদস্য শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, টিফিন বক্স দেওয়াটি বড় বিষয় নয়। এটি দেওয়া হলো আপনারা যেন আপনার সন্তানদের প্রতি একটু বেশী যতœবান হন তার জন্য। ৩য় ও ৪র্থ শ্রেণীতে পড়া আমাদের সন্তানরা বাড়ি থেকে সকালে স্কুলে যায় আর বিকেলে ফিরে আসে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক সন্তান সময় স্বল্পতার কারণে অথবা অন্য যে কোন কারণে বাড়ি থেকে সকালের খাওয়াটাও না খেয়ে স্কুলে চলে যায়। আমাদের সন্তানরা সকাল থেকে বিকেল পর্যন্ত এই দীর্ঘ সময় আর যেন না খেয়ে থাকে না, সে জন্য এই টিফিন বক্স দেওয়া। আমাদের আদরের সন্তানরা যখন স্কুলে যাবে, তখন সামর্থ অনুযায়ী আপনি আপনার সন্তানের জন্য এই টিফিন বক্সে যদি সামান্য কিছু খাবারও দেন তাহলে তার মনটা খুশিতে ভরে যাবে। বাড়ি থেকে না খেয়ে গেলেও টিফিনের সময় আমাদের সন্তানটি আর না খেয়ে অভুক্ত থাকবে না। সে তার টিফিন বক্সে থাকা খাবার খেতে পারবে। টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।