প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের লিল্টু হোসেনের ছেলে মিরাজ (১৮), বাবুল মিয়ার ছেলে নাহিদ হাসান (২১) ও শহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২৫)। আহত অবস্থায় তাঁদেরকে দর্শনা ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা যায়, দর্শনা থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা যাওয়ার পথে দর্শনা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে সামনে থেকে ট্রাক আসতে দেখে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে দর্শনা ফায়ার সার্ভিসের টিম তাঁদেরকে উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।