সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে তিনটার দিকে দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ায় রাস্তা পার হওয়ায় সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত বৃদ্ধ জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত রাব্বানীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ মোহর আলী পেশায় একজন কৃষক ছিলেন। গতকাল বিকেলে মাঠ থেকে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। নিজ এলাকার মধ্যে আসার পর রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হলে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসশয় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে বৃদ্ধর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘বেলা সাড়ে তিনটার দিকে গুরুতর জখম অবস্থায় বৃদ্ধ মোহর আলীকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিলো। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাাতলের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে বৃদ্ধর মৃত্যু হয়।’
