চুয়াডাঙ্গা সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদায় মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রবাস ডাক্তার পাড়ার ওম্বর শেখের ছেলে টিক্কা হোসেন (৫২) ও মৃত নওজ্জেস আলীর ছেলে বর্গা হোসেন (৪০)। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে চন্দ্রবাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সম্রাট আজিজুলের তথ্যমতে মামলার আসামি চন্দ্রবাস ডাক্তার পাড়ার ওম্বর শেখের ছেলে টিক্কা হোসেন ও মৃত নওজ্জেস আলীর ছেলে বর্গা হোসেনকে গ্রেপ্তার করেন। গতকাল রোববার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।