দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে দুজনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারের মহাসড়কে কাগজ-পত্রবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় দোষী সাব্যস্ত করে জয়রামপুর গ্রামের সুলতান হোসেনকে ১ হাজার টাকা ও বিষ্ণুপুর গ্রামের ওয়ালিদকে ১ হাজার টাকা জারিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।