প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় গাঁজা সেবন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দুজনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা তিনটার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরে সিঅ্যান্ডবিপাড়ার নাসির উদ্দীনের ছেলে রাজু গাঁজা সেবন করে স্বীকার করলে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে ২ হাজার টাকা এবং একই দিনে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় বাবলু হোসেনে দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫২ ধারায় তাঁকে ৫ শ টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।