নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দুই মাদক কারবারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ২৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ার মৃত আব্দুর রবের ছেলে আবুল হাসান (৪৭) ও দামুড়হুদা উপজেলার সদাবড়ি পশ্চিমপাড়ার আবুল হোসেন দফাদারের ছেলে জহিরুল হক (৩৬)। এসময় পালিয়ে যান চুয়াডাঙ্গা শহরের জ¦ীনতলা মল্লিকপাড়ার মৃত আস্কর আলীর ছেলে আসলাম আলী (৪৪)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে গোবিন্দহুদা মডেল ঈদগাহের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ২ শ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আবুল হাসানকে আটক করা হয়। এসময় আরেক মাদক কারবারী আসলাম আলী পালিয়ে যান।
এদিকে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দহুদা গ্রামের মুরগীর ফার্মের সামনে থেকে ২৯৭ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ জহিরুল হককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি আসলাম আলীর বিরুদ্ধেও একটি মামলা হয়েছে।
