নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৮ জন আসামি গ্রেফতার করেছে। পৃথক সময় পৃথক স্থান থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলে দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা যায়। মাদক সেবন করে মাতলামির দায়ে বেগমপুরের সাদের আলির ছেলে আলী হোসেন, ছোট শালুয়াার মোহাম্মদ আলীর ছেলে আতিয়ার রহমানকে, জিআর গ্রেফতারি পরোয়ানাভূক্ত কার্পাসডাঙ্গার নুহু মন্ডলেরর ছেলে সাইফুল, তারিনিপুরের মৃত থোকাই মন্ডলের ছেলে মজনু, একই গ্রামের মৃত নাজিম মন্ডলেরর ছেলে আজিজ, তারিনিপুরের মজনুর ছেলে রশিদুল ও জাহিদ, দামুড়হুদা বেগোপাড়ার আব্দুর রহিমের ছেলে বাবুল, একই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী রাশিদা বেগম, বড়দুধপাতিলার হোসেন আলির ছেলে ফজর আলি, ঠাকুর পুরের সায়েম মন্ডলেরর ছেলে মোতালেব, সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত রুদ্রনগরের আজিজুল ইসলামের ছেলে সাইদুল পরানপুরের শমসেরে আলীর ছেলে রবিউল ইসলামসহ অন্যান্য বিভিন্ন মামলার শান্তিপাড়ার মান্নান গাজীর ছেলে বাদশা মিয়া, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ, পরানপুরের মনির উদ্দিনের ছেলে আরিফ,একই গ্রামের মৃত বক্কর মন্ডলের ছেলে সেলিম ও বেলগাছির মৃত জালালের ছেলে বাদলকে দামুড়হুদা থানা পুলিশ গ্রেফতার করেন।