প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বজ্র সেল্টার পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ প্লান্ট প্রটেকশন পরিচালক হাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি দামুড়হুদার বিভিন্ন সবজি মাঠ ও বজ্র সেল্টার পরিদর্শন করেন। কৃষি সম্প্রসারণ প্লান্ট প্রটেকশন পরিচালক হাফিজুর রহমান দামুড়হুদা উপজেলা কৃষি অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা মনিরউজ্জামান মনির। পরে তিনি উপজেলার বিভিন্ন মাঠে বজ্র সেল্টার, ভুট্টা খেতে ফল আর্মি পোকার আক্রমণ, হোগলডাঙ্গা ৪০ বিঘা মাল্টার বাগান, কেরু অ্যান্ড কোম্পানির প্লান্ট কোরইনটাইন সেন্টার পরিদর্শন করেন এবং কৃষকদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ চুয়াডাঙ্গা উপপরিচালক আলী হাসান, সাবেক মাঠ পরিদর্শক উইং শাহ একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাবৃন্দ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।