দামুড়হুদায় বজ্র সেল্টারের উদ্বোধন

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার নাপিতখালি সিআইজি কৃষক সমবায় সমিতি কমিটির উদ্যোগে নাপিতখালি মাঠে তালবীজ বপন, বজ্র সেল্টারের উদ্বোধন ও কৃষকদের সঙ্গে মতবিনিয় করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নাপিতখালি মাঠে এই বজ্র সেল্টারের উদ্বোধন করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলা কৃষিবিদ মনিরুজ্জামানের ব্যতিক্রম উদ্যোগ কৃষকের যাতে মাঠে বজ্রপাতে মৃত্যু না হয়, সে জন্য প্রতিটি ইউনিয়নের মাঠে একটি করে বজ্র সেল্টার তৈরি করেন। সেই বজ্র সেল্টারের উদ্বোধন ও কৃষকদের সঙ্গে মতবিনিয় করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মতবিনিময় সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা সিআইজির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ, নতিপোতা সিআইজির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯৯১-৯২ সালে পীরপুরকুল্লাহ গ্রামের আলী খোকন ও আব্দুল খালেক নিজ উদ্যোগে পীরপুরকুল্লাহ হতে বয়রা পর্যন্ত রাস্তার ধারে তালগাছ লাগানোর জন্য তাঁদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ও তালগাছের চারা বপন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা কৃষিতে মডেল রূপান্তরিত হয়েছে। যা এই জেলায় শাক-সবজি, ফলমূল ও বিভিন্ন চাষে কৃষকেরা দৃষ্টান্ত স্থাপন করেছে। দামুড়হুদায় যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, সেগুলো রাখার জন্য শেড তৈরি করে দেব এবং একটি সোলার লাইটের ব্যবস্থা করে দেব। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আরাফাত।