দামুড়হুদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীসহ উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। খেলাটি পরিচালনা করেন খোকন, নিপন ও নিঝুম।
উদ্বোধনী খেলায় কুড়ুলগাছি ইউনিয়ন একাদশ বনাম নাটুদাহ ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। দুটি দল ১-১ গোলে সমতায় থাকে। পরে রেফারি খোকনের সিন্ধান্তে দুই দলের ৫টি করে টাইব্রেকার খেলা শুরু হয়। এতে কুড়ুলগাছি একাদশ ৫টি গোল করে এবং নাটুদাহ একাদশ ২টি গোল করে। কুড়ুলগাছি একাদশ ৩ গোলে জয়লাভ করে।