
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদায় পিকাপভ্যানের ধাক্কায় সেতু (৪০) নামের এক পথচারী গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি। আহত সেতু দামুড়হুদা থানার কুড়–লগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত গাফফার মন্ডলের ছেলে। গতকাল শনিবার বিকাল ৫ঘটিকার সময় প্রতাবপুর গোরস্থানের নিকট এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের সুত্রে জানা যায়, গতকাল বিকালে সেতু প্রতাবপুর গোরস্থানের নিকট একটি চায়ের দোকান থেকে পায়ে হেটে বাসায় যাওয়ার পথিমধ্যে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকাপভ্যান সেতুকে ধাক্কা দেয়। এতে সেতু ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশঙ্খাজনক হলে কর্তব্যরত চিকিৎসক সেতুকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। । এ দিকে ক্ষুদ্ধ জনগন পিকাপভ্যানটি আটক করে এ রির্পোট করা পর্যন্ত।