চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২

দামুড়হুদায় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ২২, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে লোকনাথপুর শাহ মার্কেটে মোমবাতি জ্বালিয়ে কেককাটার মধ্যদিয়ে দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

এসময় তিনি বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, জাতির আয়না। সামাজিক অবক্ষয়, সম্ভাবনা, সবকিছুই আমাদের সামনে তুলে ধরেন সাংবাদিকরা। পুলিশ এবং সাংবাদিক একসাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউপি সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলী, শাহজামাল, জাহাঙ্গীর আলম টিক্কাসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।