দামুড়হুদায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যদায় পালনের লক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে স্থানীয় ডাকবাংলো চত্তরে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, সহসভাপতি হাবিবুল্লাহ বাহার, রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ২ নং যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি বদর উদ্দিন, বর্তমান সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম, আব্দুল জব্বার, আমজাদ হোসেন, আলফাজ, আজিজ, উপজেলা যুবলীগ নেতা অ্যাড, আবু তালেব, মিরাজুল ইসলাম মিরাজ, শওকত আলী, মিন্টু, নিশান তরফদার, হযরত আলী, জাহিদুল মেম্বার, পিন্টু, হায়দার আলী, আনারুল মেম্বার, জাহাঙ্গীর হোসেন প্রমূখ । সভায় ১৫ আগস্ট সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ, শোক র‌্যালি শেষে মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।