দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর দরিদ্র মেধাবী ও বিদ্যালয় থেকে দুরে বাড়ি এমন ৬৪ জন ছাত্রীর মাঝে ৬৪ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার দুপুর এক টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্তরে ছাত্রীদের হাতে এসব বাইসাকেল তুলে দেওয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ্য থেকে ছাত্রীদের স্কুলে আসা যাওয়া সহজ করতে ও বাল্য বিয়ে প্রতিরোধ করতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।