দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জন-সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দর্শনা ছয়ঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং আফিসার লে,কর্ণেল আমির মজিদ। তিনি সীমান্ত এলাকার চোরাচালান নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে সবাইকে সহযোগিতা করার জন্য আনুরোধ করেন। সীমান্ত পথে ফেন্সিডিল,মাদকের নতুন সংযোগ ইয়াবা পাচার এবং সীমান্তে জঙ্গী তৎপরতা বন্ধে বিজিবি সদস্যদের পাশাপাশি সবাইকে তৎপর থাকার আহবান জানান। এসময় স্থানীয় জন প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রহমান,খাইরুল বাশার,আশিক ইকবাল চঞ্চল,শহিদুল ইসলাম। সামাজিক নেত্রীবৃন্দের মধ্যে ফরিদ হোসেন,আয়ুব আলী,ইয়াস নবী,আব্দুল মোমিন মাষ্টার প্রমুখ।