দামুড়হুদায় চোরাচালান ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১২:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৯৬ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঃ হালিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,্ মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। সভায় চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা আঃ লীগের যুগ্ম-সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা, শাহ মোঃ এনামুল কবির ইনু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়রম্যান, শরিফুল আলম মিল্টন, উপজেলার সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পের প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,সাধারন সম্পাদক, এম নুরুন্নবী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি।