নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আবু জাফর নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাচিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় ওই গ্রামের গাঙপাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে আবু জাফর (৪৫) নিজ বসতঘর থেকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।