ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

দামুড়হুদায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র ছুরিকাঘাতে আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / ৪১৩ বার পড়া হয়েছে

chuadanga pic-

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার মাদ্রাসাপাড়ায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে মাদ্রাসা ছাত্র তৌফিক (১৪) এর ছুরিকাঘাতে কলেজছাত্র সাইফুল (২২) গুরুতর আহত হয়েছে। আহত কলেজছাত্র সাইফুল ইসলাম দামুড়হুদা মাদ্রসাপাড়ার আব্দুল খালেকের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ্ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র । গতকাল রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আহত সাইপুল ইসলাম জানান, দামুড়হুদা মাদ্রাসা পাড়ায় বাড়ীরর পাশে ক্যারামবোড খেলাকালে একই পাড়ার বাবলুর ছেলে মাদ্রাসা ছাত্র তৌফিক  খেলা দেখছিল এবং নানা প্রকার অশালিন কথাবার্ত বলছিল। তাকে মানা করলে সে ছোট হয়েও আমাকে অপমানজনকস কথা বলে। তাকে ধমক দিলে সে আমাকে গালিগালাজ দিয়ে বাড়ী চলে যায়। এর কিছুক্ষণ পর ফিরে এসে তৌফিক আবার আমার সাথে খেলা নিয়ে তর্ক করে এবং আমি এর প্রতিবাদ করলে সে একটি ধারলো চাকু দিয়ে আমার বুকের বাম সাইডে আঘাত করে আমি সরে দাড়ালেও আমার বুকের বাম পাশে সজরে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সাইফুলের বাবা খালেক বলেন এঘটনায় আমার ছেলে কিছু হলে আমি আইনের আশ্রয় নেব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র ছুরিকাঘাতে আহত

আপলোড টাইম : ০৪:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭

chuadanga pic-

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার মাদ্রাসাপাড়ায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে মাদ্রাসা ছাত্র তৌফিক (১৪) এর ছুরিকাঘাতে কলেজছাত্র সাইফুল (২২) গুরুতর আহত হয়েছে। আহত কলেজছাত্র সাইফুল ইসলাম দামুড়হুদা মাদ্রসাপাড়ার আব্দুল খালেকের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ্ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র । গতকাল রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আহত সাইপুল ইসলাম জানান, দামুড়হুদা মাদ্রাসা পাড়ায় বাড়ীরর পাশে ক্যারামবোড খেলাকালে একই পাড়ার বাবলুর ছেলে মাদ্রাসা ছাত্র তৌফিক  খেলা দেখছিল এবং নানা প্রকার অশালিন কথাবার্ত বলছিল। তাকে মানা করলে সে ছোট হয়েও আমাকে অপমানজনকস কথা বলে। তাকে ধমক দিলে সে আমাকে গালিগালাজ দিয়ে বাড়ী চলে যায়। এর কিছুক্ষণ পর ফিরে এসে তৌফিক আবার আমার সাথে খেলা নিয়ে তর্ক করে এবং আমি এর প্রতিবাদ করলে সে একটি ধারলো চাকু দিয়ে আমার বুকের বাম সাইডে আঘাত করে আমি সরে দাড়ালেও আমার বুকের বাম পাশে সজরে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সাইফুলের বাবা খালেক বলেন এঘটনায় আমার ছেলে কিছু হলে আমি আইনের আশ্রয় নেব।