চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদায় কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনা

নিউজ রুমঃ
জুলাই ২৮, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান কর্তৃক দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজাকে কৃষি অফিসে অবরুদ্ধ করে লাঞ্ছিত করার প্রতিপাদে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উসমান, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংবাদিক হাসমত আলী, মেহেদী হাসান মিলন জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ, সাংবাদিক রাজিব হাসান, তানজির ফয়সাল, মিরাজুল ইসলাম মিরাজ, হাতেম আলী, সন্জু প্রমুখ। জরুরি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলোআগামী রোববার সাংবাদিক শামীম রেজাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করার ঘটনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক চুয়াডাঙ্গা জেলা কৃষি উপপরিচালক বরাবর লিখিত অভিযোগসহ দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের প্রকল্পগুলো তদন্তের দাবিসহ স্মারকলিপি পেশ করা হবে। এছাড়াও আগামী মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদায় বিক্ষোভ সমাবেশ দামুড়হুদা উপজেলা কৃষি অফিস ঘেরাও করা হবে বলে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।