ইপেপার । আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদায় কাঠ চেরাই মেশিনে দুর্ঘটনায় : মুজাম মিস্ত্রী জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
  • / ৩৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুরে কাঠ চেরাই মেশিনের বেল্টের মধ্যে হাত চলে যেয়ে বাম হাতের কব্জি হারিয়েছে এক মিস্ত্রী। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। হাতের কবজী হারানো কাঠ চেরাই মিস্ত্রী দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর নওদাপাড়ার মৃত মোহন হোসেনের ছেলে মুজাম হোসেন (৪৫)।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুরে সততা “স” মিলের “স” মেশিনটিকে চালানোর শ্যালোমেশিনটি চালু করে মুজাম হোসেন। এরপর “স” মেশিনের করাতটিকে ঘুরানোর জন্য শ্যালোমেশিনের সাথে সংযুক্ত বেল্টটি লাগানোর সময় বেল্টের মধ্যে তার বাম হাত চলে যেয়ে কব্জি থেকে কেটে পড়ে যায়। এসময় “স” মেশিনে কর্মরত অন্যান্য শ্রমিকরা মুজাম হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তপাত ও জখম গুরুত্বর হওয়াই হাসপাতালে তাৎক্ষনিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় কাঠ চেরাই মেশিনে দুর্ঘটনায় : মুজাম মিস্ত্রী জখম

আপলোড টাইম : ০৯:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুরে কাঠ চেরাই মেশিনের বেল্টের মধ্যে হাত চলে যেয়ে বাম হাতের কব্জি হারিয়েছে এক মিস্ত্রী। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে। হাতের কবজী হারানো কাঠ চেরাই মিস্ত্রী দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর নওদাপাড়ার মৃত মোহন হোসেনের ছেলে মুজাম হোসেন (৪৫)।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুরে সততা “স” মিলের “স” মেশিনটিকে চালানোর শ্যালোমেশিনটি চালু করে মুজাম হোসেন। এরপর “স” মেশিনের করাতটিকে ঘুরানোর জন্য শ্যালোমেশিনের সাথে সংযুক্ত বেল্টটি লাগানোর সময় বেল্টের মধ্যে তার বাম হাত চলে যেয়ে কব্জি থেকে কেটে পড়ে যায়। এসময় “স” মেশিনে কর্মরত অন্যান্য শ্রমিকরা মুজাম হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তপাত ও জখম গুরুত্বর হওয়াই হাসপাতালে তাৎক্ষনিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।