দামুড়হুদায় করোনা আক্রান্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা দিলেন বিএনপি নেতা টিপু তরফদার

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা, হাউলি, জুড়ানপুর ও দামুড়হুদা সদর ইউনিয়নের করোনা আক্রান্ত রোগীর পরিবারের মধ্যে মানবিক সহায়তা নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিঅ্যান্ডটি গ্রুপের চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার। গত ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত তাঁর পক্ষ থেকে স্থানীয় বিএনপির নের্তৃবৃন্দ এলাকায় এ নগদ টাকা ও খাদ্য-সামগ্রী বিতরণ করেন। মানবিক সহায়তার মধ্যে ছিল ৩০-৫০ কেজি চাল, ১৫-২৫ কেজি আলু ও নগদ ২-৩ হাজার টাকা।
মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার প্রধান ত্রাণ সমন্বয়কারী ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক জহুরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ইদ্রিস আলী, আল মাসুম বাবু, নজরুল মেম্বার, রুহুল আমীন, আজিবর রহমান, সুজন আলী, নুর ইসলাম, আব্দুল মান্নান, বাবু, মহাসীন আলী, ইসাহাক আলী, আবু সালেহ, নজরুল ইসলাম, মশিউর, লাল্টু, নয়ন প্রমুখ।