দামুড়হুদায় ওয়ারেন্টসহ সাজাপ্রাপ্ত ৬ আসামি আটক

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টসহ সাজাপ্রাপ্ত ছয় আসামিকে আটক করেছে। আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, সণ্টু (৩৫), সাত্তার মলি¬ক, শাহাবুদ্দিন হোসেন, মতিয়ার রহমান ও আমিনুল ইসলাম। গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তৌহিদুর রহমান, এএসআই কার্তিক কুমার বসু, এএসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. মুজিবর রহমান, এএসআই মো. মসলেম উদ্দিন ফোর্স নিয়ে বিষ্ণুপুর গ্রামের আজিজুল হকের ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, হুদাপাড়ার আবুবক্করের ছেলে জিআর মামলার আসামি আবু সাঈদ, গোপালপুর গ্রামের ছাত্তার মল্লিকের ছেলে জিআর মামলার আসামি সণ্টু, জয়রামপুর কাঠাতলা গ্রামের আবুবক্করের ছেলে শাহাবুদ্দিন হোসেন, উর্দনগর গ্রামের ছানোয়ার মণ্ডলের ছেলে মতিয়ার রহমান, বয়রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিনুল ইসলামকে আটক করে। গ্রেপ্তারি পরোয়ানা ৬ জন আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।