দামুড়হুদায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয়সভায় এমপি টগর
- আপলোড টাইম : ১০:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮
- / ৩৮৯ বার পড়া হয়েছে
অচিরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দেয়া হবে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিষদের মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। তিনি ইউপি চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, বর্তমান সরকার সকল ধরণের প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্যানিটেশনসহ নানবিধ সুবিধা দিয়ে যাচ্ছে। আর আপনারা তা বাস্তায়ন করছেন। তিনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (চিৎলা হাসপাতাল) জন্য অচিরেই অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে বলেও ঘোষনা দেন এবং দামুড়হুদা উপজেলাকে পৌরসভার আঙ্গিকে সাজানোর আশাবাদ ব্যক্ত করেন। সমন্বয়সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, খলিলুর রহমান ভুট্টু, মোহাম্মদ আলী শাহ মিন্টু, প্রভাষক শরীফুল আলম মিল্টন, শফিকুল ইসলাম, শাহ মোহা. এনামুল করীম ইনু, উপজেলা কৃষি অফিসার সুফী মোহা. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপসহকারী প্রকৌশলী (দূর্যোগ) নুরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন প্রমূখ।