
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। সভায় জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে সভাপতি, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টুকে সহসভাপতি, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল আজিজকে সাধারণ সম্পাদক, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুকে ক্যাশিয়ার, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনুকে সাংগঠনিক সম্পাদক এবং পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন ও নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকে সদস্য মনোনিত করে দামুড়হুদা উপজেলা ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন গঠন করা হয়।