দামুড়হুদায় অনুর্দ্ধ ১৫ ফুটবল বাছাই ও বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুর্দ্ধ ১৫ ফুটবল খেলোয়ার বাছাই ও বুনিয়াদি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় এই প্রশিক্ষন সম্পন্ন হয়। বাছাই ও বুনিয়াদি প্রশিক্ষনের প্রশিক্ষক ছিলেন দীীপক চন্দ্র নাথ। গত শনিবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সার্বিক ব্যাবস্থাপনায় দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠে অনুর্দ্ধ ১৫ ফুটবল খেলোয়ার বাছায় শেষে ২০জনকে বেছে নেওয়া হয়। রোববার থেকে এদেরকে প্রশিক্ষন দেওয়া শুরু হয়। এরপর বুধবার সকাল ১০টায় প্রশিক্ষণ শেষে এই ২০জনকে সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম নুরুন্নবীর সভাপতিত্বে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান কাজল, আতিকুর রহমান,সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।