
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অধিক দামে সার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলা গেট ও থানামোড় এলাকায় সার-বীজ-কীটনাশক, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকিকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানসূত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলা গেটের সামনে মেসার্স নাঈম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত ১ হাজার ১শ টাকার টিএসপি সার ১ হাজার ৭৮০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ইউরিয়া, ডিএপি ও এমওপি সারও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয় করা হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক জব্দ করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হাসানুন নাঈমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মো. জালাল উদ্দিন ও উপপরিদর্শক ওবাইদুর রহমানের নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অভিযানে বিএডিসি ও বিসিআইসি সার ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে সতর্ক করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করা হয়। একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।