দামুড়হুদার সুবলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চার সন্তানের জননী ছকিনা খাতুন (৬৫) নামের ওই নারী তাদের বাড়িতে অবস্থিত মোটরের তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের সদস্যরা ছকিনা খাতুনকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ছকিনা খাতুন দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। গতকালই মরহুমার জানাজার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।