দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী বিজিবির পৃথক অভিযান
- আপলোড টাইম : ০৯:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
- / ৪৪৬ বার পড়া হয়েছে
ফেন্সিডিল, ঔষধ, শাড়ী-কাপড় ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যর ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন ঔষধ, শাড়ী-কাপড় ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রবিবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের নদীর পাড় হতে ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
একইদিন, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়রামপুর পাঁকা রাস্তার উপর হতে ১১৯টি ভারতীয় ইনজেকশন গবৎপশ, ১৫০টি ঈবুরহব ট্যাবলেট, ২৪০টি ঈবহরশ- ট্যাবলেট, ২০০টি উবীরহ ট্যাবলেট, ২০০টি উবীধসধঃযধংড়হব ট্যাবলেট, ১৫০টি Nimesulide ট্যাবলেট, ১৫০টি ঘরসবংঁষরফব ট্যাবলেট, ৮০টি জধহরঃরফরহব ট্যাবলেট, ১০টি চবৎধপরঃধসড়ষ ট্যাবলেট, ৩০টি ডুংড়ষড়হব ট্যাবলেট, ২০টি ঙহধমৎধ ট্যাবলেট, ০৪টি ঝধসধমৎধ ট্যাবলেট, ০৮টি ঠরমড়ৎধ ট্যাবলেট, ৩০টি অসড়ীরপরষষরহ ক্যাপসুল এবং ৩০টি 30wU Omeprazole উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৮ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ঔষধ কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
অপরদিকে, গত রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্টেশন থেকে ২টি ভারতীয় শাড়ী, ৬টি থ্রিপিচ, ৩টি জিন্স প্যান্ট, ১২টি ব্রা, ২টি পাঞ্জাবী, ৪টি শার্ট, ৮.৭৫ মিটার শার্টের থান কাপড়, ২ জোড়া খেলার বুট, ২ জোড়া কাপড়ের জুতা, ৪টি মানিব্যাগ, ৫০ জোড়া হাতের শাখা, ১২০টি কিটকাট চকলেট, ২৪০টি জিকরিলা ক্যাপসুল, ৬০টি লিভ ৫২ ঐই ক্যাপসুল, ২০টি সাইক্লোবাটিন ইনজেকশন, ১টি ইউরোক্রাটিন ট্যাবলেট, ২ কৌটা মাজনমুখালিন, ১০টি বেটনোভেট ক্রীম এবং ২২৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৮৭৫ টাকা।