দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান
- আপলোড টাইম : ০৯:২৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ৩৬৯ বার পড়া হয়েছে
প্রায় ৩ লাখ টাকা মূল্যের গরু ও ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এ চোরাচালানী উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের মেহগুনি বাগান থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে পলাতক আসামী করে নায়েব সুবেদার মো. আলিমুজ্জামান দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে। আসামীরা হলো- দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মোকারম হোসেন (৪২), একই গ্রামের লাল মোহাম্মদের ছেলে সলিম উদ্দিন (৪৫) ও আফসার আলীর ছেলে গিয়াস উদ্দিন (৪০)।
এদিকে, একইদিন শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ডপকাপাড়া গ্রামের মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
অপরদিকে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছয়ঘরিয়া গ্রামের মাঠ থেকে ১৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার ২শ’ টাকা।
উদ্ধারকৃত ৪টি গরু ও ১৩৮ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৯৫ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত গরু কাস্টমস অফিসে ও ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।