প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেরার জয়রামপুর, জুড়ানপুর ও রামনগর বাজারে সরকারি আইন না মেনে অবাধে চলাফেরা করার অপরাধে ৫ জনকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।