দামুড়হুদার পাকুলিয়া বিলের সকল সদস্যদের নামসহ নতিপোতা ইউপি
- আপলোড টাইম : ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / ৩৯১ বার পড়া হয়েছে
চেয়ারম্যান আজিজের নামে ইউএনও বরাবর অভিযোগ!
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজসহ পাকুলিয়া বিলের সকল সদস্যদের নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মহল। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২দিকে উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে অবস্থিত পাকুলিয়া বিলের পাশের জমির প্রায় শতাধিক ভুক্তভোগী নতিপোতা ইউপি চেয়ারম্যান ও পাকুলিয়া বিলের সকল সদস্যদের নামে এই অভিযোগ করেন।
ভুক্তভোগীদের পক্ষে দামুড়হুদার হেমায়েতপুর গ্রামের মৃত জামাল মন্ডলের ছেলে নুর আলীর অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের প্রায় শতাধিক ভুক্তভোগী পাকুলিয়া বিলের চারপাশের জমির মালিক তাদের জমিতে ধান চাষ করেন এবং প্রতিবছর বর্ষার সময় উক্ত বিলের পানি বাড়ার ফলে ভুক্তভোগী মহলের জমির ধানের ক্ষেত্রে মাছ প্রবেশ করে কৃষকদের ধান ক্ষেত্র নষ্ট করে দেয়। এমতাবস্থায় ভুক্তভোগী মহল স্থানীয়ভাবে একাধিকবার ইউপি চেয়ারম্যানসহ বিলের সকল সদস্যদের সাথে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর থেকে আমাদের জমিতে বাঁধ নির্মাণ করি কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বর্ষার পানি বাড়ায় বাঁধ ছাপিয়ে আমাদের জমিতে প্রবেশ করছে এবং ক্ষেত্রের ফসল মাছে নষ্ট হচ্ছে দিচ্ছে। এই আবস্থায় আমরা ভুক্তভোগী মহল বিবাদিদের কোন কিছু বলতে গেলে বিবাদীগণ প্রভাবশালী হওয়ায় বিভিন্ন রকম খুন জখমসহ মামলায় ফাঁসানোর হুমকি দেয়। বিলের ধানের ক্ষেত রক্ষার্থে ব্যবস্থা গ্রহনের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।