প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা থানাধীন নাটুদহ পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ১৯ বোতর ফেনসিডিলসহ একজন আটক হয়েছে। আটককৃত কাবিদুল ইসলাম (২৫) মুন্সিপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। গতকাল শনিবার সকালে জগন্নাথপুর মোড় থেকে তাকে আটক করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে নাটুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পলাশ পারভেজ, এএসআই সাখাওয়াত হোসেন ফোর্স নিয়ে মুন্সিপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে কাবিদুল ইসলামকে জগন্নাথপুর আটকবর এলাকা হতে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনের মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।