দামুড়হুদার নতিপোতা ও নাটুদহে ভোট ১০ অক্টোবর

সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়নের স্থগিত হওয়া নির্বাচনের তারিখ করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ অক্টোবর শনিবার এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০০১.২০-৭৫ নম্বর স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী স্থগিত হওয়া এ দুটি ইউনিয়নের সাধারণ নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচন অনুষ্ঠিতর লক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পর আগামী ১০ অক্টোবর শনিবার এ দুটি ইউনিয়নে নির্বাচনের তারিখ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে দামুড়হুদা নির্বাচন অফিস। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস ওই গণবিজ্ঞপ্তি জারি করেন।